আমার চারপাশে যা কিছু অবাঞ্ছিত তা আমাকেই দুর করতে হবে। আমার যা করনীয় তা আমাকেই করতে হবে। কবে কোন ঘোড়সওয়ার বীরবেশে এসে আমাকে উদ্ধার করবে তার জন্যে বসে থাকবার সময় আর নেই। পিঠ দেয়ালে। এবার ঘুরে দারাবার পালা।
ক্ষুধা আমার ভালো লাগেনা - তাই একে দুর করবো
দারিদ্র আমি দেখতে চাইনা - এর সমাপ্তি ঘটাবো
অন্যায় অসহ্য - এর প্রতিরোধ করবো
ভন্ড সব নেতা - নতুন নেতা তৈরি করবো
আমারো ভুল হয় - ভুলগুলো শুধরে নেব
good realization. go ahead. We are with you.
ReplyDelete