সন্মানিত মন্ত্রী মহোদয়গণ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ
প্রত্যেকে একটি করে চপেটাঘাত গ্রহণ করুন প্লিজ ।
ভালো করে ভেবে দেখবার পরে বুঝতে পারছি
ব্যাপারটা কিছুতেই আপনাদের অজান্তে ঘটছে না,
আপনারা যখন আপনাদের প্রভুদের মুখে চুমু খান তখন
তারা এক চুমুকে শুষে নেয় আপনাদের মস্তিষ্ক অথবা অন্ডকোষ, অথবা উভয়ই।
এবং তারা আরো কেড়ে নেয় আপনাদের প্রিয় দেশটির –
ফসলি জমি, নদীর জল, বাতাসের বিশুদ্ধতা, আর মানুষের অধিকার।
ভেবে দেখলাম, এই পুরো ব্যাপারটাই আপনারা দারুন উপভোগ করেন,
তাই এবার একটা চড় উপভোগ করুন।
No comments:
Post a Comment